২০ আগস্ট, ২০২১ ২১:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও পোনা মাছ রক্ষার্থে কারেন্ট জাল জব্দ করতে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ সেট চায়না রিং জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন জানান, দেশীয় মাছের প্রজনন ও পোনা মাছের প্রজননক্ষম রক্ষার্থে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের তিতাস নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস নদীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আগুনে পুড়ে বিনষ্টকৃত জালের বাজার মূল্যে প্রায় এক লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর