২৩ আগস্ট, ২০২১ ১৬:২১

আশুগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চারতলা গ্রামের মেঘনা নদীতে উন্মুক্ত জলাশয়ে প্রায় ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।

উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও সহকারী মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমান প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর