২৫ আগস্ট, ২০২১ ১৮:৩০

কলারোয়ায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সেতু

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

কলারোয়ায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সেতু

চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের সেতু।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়টা বাজারের বেতনা নদীর উপরের এই সেতু দীর্ঘ ৪৭ বছরেও নির্মাণ হয়নি। উপজেলার হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ী ও কুশোডাঙ্গা ইউনিয়নের সংযোগ রায়টা বাজারে যাওয়ার একমাত্র পথ বেতনা নদীর উপর নির্মিত এই বাঁশের সেতু।

সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শতশত মানুষ চলাচল করছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে এখানে প্রথম নির্মিত হয় একটি বাঁশের সাঁকো। সেই থেকে হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ী ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারের এই দুটি ইউনিয়নের মানুষের সেতুবন্ধন হিসেবে কাজ করছে সাঁকোটি।

পরবর্তী সময়ে এলাকাবাসী বেতনা নদীতে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে নির্মাণ করেন একটি বাঁশের সেতু। বাজারঘাট থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে এলাকার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রায়টা বাজারে যেতে হয় এই সেতু দিয়ে। বাঁশের এই সেতু দিয়ে পার হতে গিয়ে অনেকের হাত-পা ভেঙে গেছে। তবে বেতনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণে ভুক্তভোগীরা জোর দাবি জানিয়েছেন।

কুশডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসলামুল আলম জানান, সেতুটি নির্মাণে দায়িত্বশীল ব্যক্তিদের তেমন কোনো উদ্যোগ না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর