৩০ আগস্ট, ২০২১ ১৬:৪৩

আশুগঞ্জে পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুরে পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় পাগলা নদীর পাড়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাপ্পী। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান শরীফপুর ইউটি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপক এ.টি.এম মাসুদুল হক, ইউপি সদস্য মোহন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সদস্য দুলাল মিয়া প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন 'শরীফপুরে মা মাটি ও মানুষের কথা'-এর উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনটির এডমিন লোকমান হোসেন জানান, সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে ৮ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা পাগলা নদীতে অবমুক্তকরণ করেছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর