৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০২

গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট হত্যার দায় স্বীকার

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট হত্যার দায় স্বীকার

খাদেমুল ইসলাম। ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম হত্যার দায় স্বীকার করেছে সুটার সুমন। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিজের দোষ স্বীকার করে জড়িতদের নামও প্রকাশ করেছে সুমন।

আজ শুক্রবার দুপুর ১২টায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

তিনি জানান, গত ২৬ আগস্ট উপজেলার গাড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামের কাছে থাকা ৪৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করতে পেরেছি। ইতোমধ্যে একজন ঘটনার সাথে জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তার তথ্য মতে অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কোমরপুর থেকে মোটরসাইকেল যোগে গাংনীতে আসার পথে খাদেমুল ইসলামকে গাড়াডোব-আমঝুপি সড়কে ইসলামপুরে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই আরফান আলী বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর