৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:০৬

প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গার বাস মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গার বাস মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত

চুয়াডাঙ্গার বাস মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ফলপ্রসূ হওয়ায় তাদের ডাকা বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবির আলোকে সিদ্ধান্ত হয়- এখন থেকে সড়কে চলাচলরত অবৈধ যান নসিমন, করিমন, আলমসাধু যাত্রী বহন করতে পারবে না। ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে।

সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলী রেজা সজল, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর