শিরোনাম
১২ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫৭

নাগরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি

নাগরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

নাগরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সহবতপুর ইউনিয়নের মাইলজানী রাগ প্রাঙ্গণে চেচুয়াজানী ও কাজী পাচুরিয়া গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ মোল্লা। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ হিসাব বিভাগের মো. জুয়েল সরকার।

প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতে ছিলেন এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে গেয়ে মাতিয়ে তুলেন এলাকা। বিপুল সংখ্যক রঙ-বেরঙের বাহারি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। হাজার হাজার দর্শক রাস্তায় দাঁড়িয়ে কেউবা ডিঙ্গি নৌকা নিয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। 

নৌকা বাইচ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. মশিউর রহমান খান (সোহেল), মো. মুস্তাফিজুর রহমান মানু, মো. আব্দুল আলীম খান লোকমান, সিঙ্গাপুর প্রবাসী মো. সাজ্জাত হোসেন, প্রবাসী মো. শওকত মিয়া। পরিচালনা করেন মো. আমজাত হোসেন, সেকান্দার আলী ও আলতাব হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর