শিরোনাম
১২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১২

অবশেষ বাজলো বিদ্যালয়ের ঘণ্টা...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষ বাজলো বিদ্যালয়ের ঘণ্টা...

ফাইল ছবি

প্রতিক্ষার ১৮ মাসের মাথায় অবশেষে খুলল চট্টগ্রামের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাজল স্কুলের ঘণ্টা ৫৪৩ দিন পর। করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠল বিদ্যালয়ের আঙ্গিনা। তাই আজ রবিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। করোনা সংক্রামণ এড়াতে শারীরিক দুরত্ব বজায় রেখে প্রথমদিনের ক্লাস নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধিসহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন।’ 

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতার বলেন, ‘অনেক দিন পর শিক্ষার্থীরা আমাদের মাঝে ফিরেছে। শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয়ের আঙ্গিনা মুখরিত হয়ে হয়েছে। এটা অবশ্যই আনন্দের।’

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ১৭ মার্চ বন্ধ করে দেয়া হয় চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। সংক্রমণের হার কমে আসায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান শুরুর সিদ্ধান্ত নেয় সরকার। আজ রবিবার থেকে তা কার্যকর শুরু হয়।


বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর