১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭

রায়পুরে পুলিশের ‘ওপেন হাউস ডে’ পালিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে পুলিশের ‘ওপেন হাউস ডে’ পালিত

রায়পুরে পুলিশের ‘ওপেন হাউস ডে’ পালিত।

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ পালিত হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য রায়পুরবাসীর প্রতি আহ্বান জানান। 

এসময় তিনি আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর