১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১০

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

বগুড়ার নন্দীগ্রামে চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাথম বেড়াগাড়ী গ্রামের মৃত পিংকু মিয়ার ছেলে রাজু হোসেন (২৩), একই গ্রামের বুলু প্রামাণিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬)। এদের মধ্যে রাজু হোসেনের বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা রয়েছে।

জানা গেছে, উপজেলার কাথম বাজারে সাইকেল, রিকশা ও ভ্যানের যন্ত্রপাতির ব্যবসা করেন রতন চন্দ্র সরকার। প্রতিদিনের মতো গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় রতন চন্দ্র সরকার। পরদিন সকালে সে দোকান খুলে দেখতে পায় টিন কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে এঘটনা থানা পুলিশকে জানায়। পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের সদস্যদের ধরতে মাঠে নামেন। 
গোপন সংবাদে পুলিশ জানতে পারেন পৌর শহরের জনৈক এক দোকানে লোহার যন্ত্রাংশ বিক্রি করতে এসেছে একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যে রাজু হোসেনের বাড়ি তল্লাশি করে ভ্যানের ৪০ পিচ ছোট বড় বিয়ারিং, ১টি ভ্যানের টায়ার, ভ্যানের টিউব ১টি, ৩ কেজি নাট-বল্টু, ২টি ভ্যানের হাফস, ২০ পিচ বড় নাট, ১টি ছোট ফ্যান, একটি মোবাইল ফোন, ১ হর্স একটি পাম্প ও ভাংরি ৬ কেজি চোরাই মালামালগুলো উদ্ধার করেন।

এ ঘটনায় ব্যবসায়ী রতন চন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর