নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পিয়াজ, নাবীপাট, মাসকালাই বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। আজ শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে পরিষদ মিলনায়তনে বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ আবু রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। পরে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত প্রান্তিক কৃষকদের হাতে বীজ, সার ও কৃষির উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হারুনর রশিদ ও জেলা আ’লীগের সদস্য আব্দুল রহিম।
বিডি প্রতিদিন/আল আমীন