রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে গুরুদেব হলদার নামে এক জেলের জালে এই কাতল মাছটি ধরা পড়ে।
মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম। দৌলতদিয়া বিআইডব্লিউটিএ সংলগ্ন মৎস্য আড়তে উন্মুক্ত দরে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি ক্রয় করেন।
চান্দু মোল্লা বলেন, বেশ কয়েকদিন হলো পদ্মায় কোনো বড় মাছ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে মৎস্য আড়তে গিয়ে বড় কাতল মাছটি দেখে উন্মুক্ত দরে ক্রয় করি।মাছটি ক্রয় করে ফেরিঘাটের পল্টুনের নিচে বেঁধে রেখেছি। অনেক মানুষ মাছটি দেখার জন্য ফেরিঘাটে ভিড় করছে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন বলেও জানান তিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকন্জ্জুামান বলেন, দেশে মৎস্য বিভাগ অনেক অগ্রসর হয়েছে। যে কারণে পদ্মায় অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আগামীতে পদ্মায় যেন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায় মৎস্য বিভাগ সেই কাজ করবে।
বিডি প্রতিদিন/এমআই