১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৮

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে এক নারীকে ধর্ষণের দায়ে হাবিল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী আজ রবিবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাবিল উদ্দিন জেলার কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি এখন পলাতক আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ৬ মার্চ বিকালে ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে আসামি হাবিল উদ্দিন তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা ওই নারীকে  উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ওই নারী কালাই থানায় মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন । 

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি ফিরোজা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর