২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৮

উপকূলে ইউপি ভোট: খুলনায় বৈরী আবহাওয়ায় ভোট উৎসব

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উপকূলে ইউপি ভোট: খুলনায় বৈরী আবহাওয়ায় ভোট উৎসব

খুলনার কয়রার চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ভিড়।

খুলনার উপকূলীয় কয়রার প্রচণ্ড বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সেই সঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন ভোট কেন্দ্র। তবে এমন বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে ভোটকেন্দ্রে ছুটছেন ভোটাররা। বিশেষ করে বৃদ্ধ ও নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি। 

সোমবার বেলা ১১টায় কয়রার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। একই অবস্থা নাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অসংখ্য নারী ভোটার ভোট দিতে এসেছেন। ভোট কেন্দ্রের বাইরে মূল সড়কেও ভোটারদের ভিড়। উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসেছেন মানুষ।

উত্তর খেপনা গ্রামের নাসিমা বেগম জানান, অনেক দিন পর ভোট দিলাম। বেশ ভালো লাগছে। গ্রামের সবাই খুব আনন্দ নিয়ে ভোট দিতে এসেছি। কেউ বাধা দেয়নি। সকাল থেকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, খুলনা জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৪৬৪ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ও এক হাজার ৪৮৩ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদপ্রার্থী। 

নাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমএম রুহুল আমিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যেমনটা ভোটারের উপস্থিতি আশা করেছিলাম তেমনটি হয়নি। তবে পরিস্থিতি ভালো হলে ভোটারের উপস্থিতি বাড়তে পারে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর