২০ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩২

কবিরহাটে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার সময় আটক ৭

নোয়াখালী প্রতিনিধি:

কবিরহাটে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার সময় আটক ৭

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ফলাফলের শিট ছিনিয়ে নেয়ার সময় ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের ১নং ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কবিরহাট পৌরসভার জৈনপুর গ্রামের দিলদার হোসেন (২৬) একই গ্রামের মো. ইব্রাহীম খলীল (৩৫) মো.জহির উদ্দিন (৪০) মো. হোসেনের ছেলে মো.বাবুল (৩৬) আব্দুল্লাহ আল হাসান পারভেজ (২০)  মো. গোলাম সারোয়ার (৫২) ও পূর্ব ফতেপুর গ্রামের আলা উদ্দিন রিপনের স্ত্রী সালেহা আক্তার।

স্থানীয় সূত্র জানায়, কবিরহাট পৌরসভা নির্বাচনে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বিকেল ৫টার দিকে নির্বাচনী ফলাফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিলের সামনে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফলের শিটের পাতা নিয়ে চলে যায় আটককৃতরা। তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের আটক করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন শেষে ফলাফল না মেনে ফলাফল শিট প্রিসাইডিং কর্মকর্তার টেবিল থেকে নিয়ে যাওয়ার অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 
ওসি টমাস বড়ুয়া আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর