২৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৩

কুড়িগ্রামে নবদম্পতিদের পরিবার পরিকল্পনা ও মা-শিশু বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নবদম্পতিদের পরিবার পরিকল্পনা ও মা-শিশু বিষয়ক 
উদ্বুদ্ধকরণ সভা

কুড়িগ্রামে নব দম্পতিদের পরিবার পরিকল্পনা, মা ও শিশু বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারি পরিচালক ডা. নজরুল ইসলাম, উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার প্রমুখ। এ সময় নবদম্পতিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উদ্বুদ্ধ করেন অতিথিগণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পদ্ধতি বিষয়ে তাদের বিস্তারিত আলোচনা করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর