২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৫:০১

ডিমলায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নীলফামারী প্রতিনিধি

ডিমলায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নীলফামারীর ডিমলায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় ক্ষুদ্র প্রান্তিক মাঝারী ৭৫ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার, ৫০০ গ্রাম করে দানাদার কীটনাশক, ১৫০ বর্গমিটার করে পলিথিন, জমি তৈরির লেবার বাদদ ২ হাজার ৮০০ করে টাকা ও ১শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। 

এ সময় ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর