৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৮

পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজির কাতল

রাজবাড়ী প্রতিনিধি:

পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ান্দ উপজেলার পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। আজ দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ফেরিঘাট এলাকার স্থানীয় জেলে মনির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া মৎস্য আড়ত সূত্রে জানা যায়, মনির হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসে। সেখানে মাছটির ওজন দাঁড়ায় ২৬ কেজি। পরে উন্মুক্ত দরের ভিত্তিতে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহাজান শেখ ১ হাজার ৯০০ টাকা কেজ দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি ক্রয় করেন। পরে তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবাসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মায় পানি হ্রাস পাওয়ার সাথে সাথে বড় মাছ ধরা পড়ছে। পদ্মার কাতলের অনেক চাহিদা। তাই বেশি দরে মাছটি ক্রয় করেছি। যেমন লাভ প্রত্যাশা করেছিলাম সেটি পেয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকোনুজ্জামান বলেন, পদ্মায় ২৬ কেজির কাতল মাছটির সম্পর্কে আমার প্রথম অভিজ্ঞতা হলো। পদ্মায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। যেটা আমাদের মৎস্য বিভাগের সুনাম বৃদ্ধি করছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর