২ অক্টোবর, ২০২১ ১৭:০৪

রাজারহাটে ভাঙন কবলিত শতাধিক কৃষককে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে ভাঙন কবলিত শতাধিক কৃষককে খাদ্য সামগ্রী বিতরণ

রাজারহাটে ভাঙন কবলিত শতাধিক কৃষককে খাদ্য সামগ্রী বিতরণ।

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী গতিয়াসাম ঘাটে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন আই-ফার্মার উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙা ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের হেড অব অপারেশন ফরহাদ জুলফিকার রাফেল, কো-অর্ডিনেটর আব্দুল মালেক, মার্কেট ফেসিলিটেটর মেহদি হাসান প্রমুখ।

এসময় প্রতিটি পরিবারকে ৮৮০ টাকার প্যাকেজ হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ২টি পচা সাবান বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর