শিরোনাম
২ অক্টোবর, ২০২১ ২১:০৯

‘সরকারের উন্নয়নে বদলেছে পাহাড়’

রাঙামাটি প্রতিনিধি

‘সরকারের উন্নয়নে বদলেছে পাহাড়’

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, সরকারের উন্নয়নে বদলেছে পার্বত্যাঞ্চল। তা এখন সবার কাছে দৃশ্যমান। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরাও নেই এখন আর পিছিয়ে। ঘরে বসে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে এ অঞ্চলের শিক্ষার্থীরা। পাহাড়ে পাহাড়ে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। উন্নত হয়েছে যোগাযোগের মাধ্যম। সেতু, ব্রিজ, সড়কে এসেছে আধুনিকতার ছোয়া। গৃহহীনরা পেয়েছে গৃহ। শুধু তাই নয়, প্রযুক্তিগতভাবে অন্যান্য জেলার তুলনায় পাহাড়ের বাসিন্দারাও এগিয়ে।

শনিবার দুপুরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্ক উদ্বোধন, জাতীয় উৎপাদনশীলতা দিবস ও এলাকার নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
রাঙামাটি জেলা পরিষদ সদস্য লেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উন্নয়নের জোয়ার বয়ছে। যেসব অঞ্চল এখনো পিছিয়ে আছে, সেগুলোকে উন্নত করার পরিকল্পনা চলছে। এখন রাঙামাটির বেশি কিছু উপজেলায় বিদ্যুতের আওতায় এসেছে। বাকিগুলো খুব দ্রুত বিদ্যুতের আলোয় আলোকিত হবে।  

তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলেও অবশ্যই সম্প্রীতি বজায় রাখতে হবে। হিংসা মারামারি যেখানে থাকবে, সেখানে উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই এসব হিংসা, নিন্দা, মারামারি বন্ধ করতে হবে। সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর