৩ অক্টোবর, ২০২১ ১০:০৯

রাউজানে বাল্যবিয়ে পণ্ড; বর-কনের বাবাকে জরিমানা

অনলাইন ডেস্ক

রাউজানে বাল্যবিয়ে পণ্ড; বর-কনের বাবাকে জরিমানা

কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় চট্টগ্রামের রাউজানে একটি বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনে ও বরপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার পৌরসভার সুলতানপুর নন্দন পার্কে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানায়, বর্ণাঢ্য আয়োজনে পৌরসভার আলীখিল গ্রামের মো. সিরাজের ছেলে মো. ইকবালের সঙ্গে পূর্ব গুজরার আধার মানিক গ্রামের সানাউল্লার মেয়ে সামিরা সুলতানার বিয়ের অনুষ্ঠান চলছিলো। কিন্তু কনে অপ্রাপ্তবয়স্ক, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও জোনায়েদ কবীর সোহাগ। পরে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় কনেপক্ষকে ১০ হাজার এবং বরপক্ষকে ২০ হাজার জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাউজানের ইউএনও জোনায়েদ কবীর সোহাগ গণমাধ্যমকে বলেন, ‘জরিমানার পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে মুচলেকা নেওয়া হয়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর