৪ অক্টোবর, ২০২১ ১৪:১৮

পরীক্ষামূলক ফেরি চললো বাংলাবাজার-শিমুলিয়া রুটে

মাদারীপুর প্রতিনিধি

পরীক্ষামূলক ফেরি চললো বাংলাবাজার-শিমুলিয়া রুটে

পদ্মায় তীব্র ঘূর্ণি স্রোতের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে টানা ৪৭ দিন বন্ধ থাকার পরে শুরু হয়েছে ফেরি চলাচল। সোমবার বেলা ১১টায় শিমুলিয়া ঘাট থেকে কে-টাইপের ফেরি কুঞ্জলতা যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছাড়া হয়। ফেরিটি বেলা ১২টা বেজে ২ মিনিটে বাংলাবাজার ঘাটের ২নম্বর ঘাটের পন্টুনে এসে পৌঁছায়। বেলা ১টার দিকে ক্যামেলিয়া নামে একটি ফেরি তিনটি গাড়ি নিয়ে ঘাট ত্যাগ করে। 

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ার পরে ফেরি কুঞ্জলতাসহ বেশ কয়েকটি ফেরি চাঁদপুর ফেরিঘাটে পাঠানো হয়। সেখান থেকেই একটি ফেরি গতকাল রবিবার শিমুলিয়া ঘাটে আসে পরীক্ষামূলক (ট্রায়াল) দেওয়ার জন্য। এই নৌপথে বর্তমানে তিনটি কে-টাইপ ফেরি (মাঝারি বর্ণের ফেরি) আছে। পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হলে এই নৌপথে কে-টাইপের ফেরি ও ছোট ফেরি বাণিজ্যিক ভিত্তিতে চলাচল শুরু করবে ব‌লে জানান বাংলাবাজার ঘা‌টের বিআইড‌ব্লিউ‌টি‌সির ব্যবস্থাপক সালাউ‌দ্দিন আহ‌মেদ।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৮ থেকে ২০ ফেরি রয়েছে। গত জুলাই ও আগস্ট মাসের ২৪ দিনে পদ্মায় তীব্র স্রোত অব্যাহত থাকায় পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এতে আহত হয় বেশ কয়েকজন যাত্রী। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর পাইল ক্যাপ। এই পরিস্থিতিতে নৌপথে সব ধরণের দুর্ঘটনা এড়াতে গত মাসের ১৮ আগস্ট দুপুরের পর থেকে এই নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর