৫ অক্টোবর, ২০২১ ১৬:২৬

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও শোভাযাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও শোভাযাত্রা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জ উচ্চ বালিকা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা শিক্ষক সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীরা কে কার সন্তান, একজন শিক্ষকের কাছে এ নিয়ে কোনো ভেদাভেদ নেই। একজন অটোচালকের সন্তান যেমন, একজন মন্ত্রী বা আমলার সন্তানও সেরকমই। অটোচালকের সন্তান বড় হয়ে অটোচালাবে, ঠেলাওয়ালার ছেলে ঠেলা চালাবে, সে চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছে। বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে। মিড ডে মিল বাস্তবায়নের মাধ্যমে খাদ্যও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, উপবৃত্তি দিয়ে সহায়তা দিচ্ছে বর্তমান সরকার।

জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা। আরও বক্তব্য রাখেন আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসেম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর