৬ অক্টোবর, ২০২১ ১৩:০৩

কিশোর-কিশোরীদের সংবেদনশীল স্বাস্থ্য সংক্রান্ত মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি

কিশোর-কিশোরীদের সংবেদনশীল স্বাস্থ্য সংক্রান্ত মতবিনিময় সভা

গ্রামীণ পর্যায়ের কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারীদের সংবেদনশীল স্বাস্থ্য সচেতনতায় করণীয় বিষয়ে নেত্রকোনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শহরের কাটলি এলাকায় সেরা ট্রেনিং ইন্সটিটিউটে জেলা পর্যায়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশনের সহযোগিতায় সোসিও ইকোনমিক এন্ড রুরাল অ্যাডভান্সমেন্ট এসোসিয়েশনের (সেরা) উদ্যোগে জেলা পর্যায়ে স্যানসেটাইজেশন এমআর/এমআরএম বিষয়ে আলোকপাত করেন নেত্রকোনা হাসপাতালের চিকিৎসকরা।

এতে ধর্মীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান, এন ই এ আর এসের ভাইস প্রেসিডেন্ট জেন্ডার এক্সপার্ট ইমতিয়াজ পাভেল নীল, সেরার নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। 

এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসানুল কবির রিয়াদ, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার, নাইম সুলতানা লিবনসহ অন্যরা। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর