১২ অক্টোবর, ২০২১ ১৫:০৬

লোকালয়ে অজগর, অতঃপর...

কুমিল্লা প্রতিনিধি

লোকালয়ে অজগর, অতঃপর...

কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমুড়া এলাকা থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়। সাপটি মঙ্গলবার রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে আমরা অজগরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

স্থানীয় যুবক নাসির, রুবেল মিয়া, সাব্বির, শফিক জানান, তারা সন্ধ্যার আগে ধানী জমিতে একটি হাঁসের ডানা ঝাপটানো ও চিৎকার শুনে এগিয়ে যান। পরে তারা দেখেন একটি অজগর হাঁস গিলছে। তাদের দেখে অজগরটি পুকুরে গিয়ে পড়ে। তারা সাপটিকে ধরে নিয়ে আসে।

কুমিল্লা বুড়িচং উপজেলার ফরেস্টার মোঃ লুৎফুল্লাহ বলেন, অজগরটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ভবেরমূড়া। ওই এলাকায় বন ও ছোট ছোট টিলা রয়েছে। আমরা ধারণা করছি খাবারের খোঁজে টিলা থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। আমরা সাপটি রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর