২৭ অক্টোবর, ২০২১ ০৫:৩৩

থানার জানালার গ্রিল ভেঙে আসামির পলায়ন, দুই পুলিশকে প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি

থানার জানালার গ্রিল ভেঙে আসামির পলায়ন, দুই পুলিশকে প্রত্যাহার

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এএসআই কেবিএম শাহারিয়ার ও নারী পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াসমিনকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, এক মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোকারুল ইসলামক (৩২)-কে সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রাতেই মোকারুলকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানার জানালার তিনটি গ্রিল ভেঙে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফর জানান, আসামিকে থানা হাজতে রাখা হয়েছিল। পুলিশের আগোচরে আসামি মোকারুল হাজত খানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করেন। পরে স্টোর রুমের গ্রিল কেটে পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর