২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৪

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স তিন বছরে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স তিন বছরে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি

দেশে চলমান চারবছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। এ দাবি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অপর তিন দফা বাস্তবায়নের দাবি জানান তারা। 

বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিবাদ সমাবেশে থেকে এসব দাবি করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের শীর্ষ নেতারা। পরে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসকের কাছে পেশ করেন। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এ বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহীর আহবায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম এ হামিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা। 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি রাজশাহীর সভাপতি প্রকৌশলী আমিনুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা চলমান চারবছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আত্মঘাতী বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল, বিএনবিসি ২০২০ এর কতিপয় ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানের আহ্বান জানান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা স্বত্বেও বিগত ৮/৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি। পলিটেকনিক, টিএসসি, টিটিসি ও এসএসসি (ভোক) শিক্ষকদের পদোন্নতি, শিক্ষক সংকট নিরসন, শ্রেণীকক্ষ, ল্যাব/ওয়ার্কসপ সমস্যার সমাধানের দাবি জানানো হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর