নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-মুজাহিদ তুষার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। মঙ্গলবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মেছবাহ উদ্দিন।
এদিকে, আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি মোবাইল প্রতীকে পেয়েছে ২ হাজার ১৪ ভোট। আর ইসলামি আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন হাতপাখা প্রতীকে ৪৬১ ভোট পেয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এবারই পৌরসভায় প্রথম ইভিএমে ভোট গ্রহণ হয়।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোড়াশাল পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৮৬টি বুথে ভোট গ্রহণ করা হয়। পৌরসভায় ভোটার রয়েছে ৬২ হাজার ২৪৮ জন। এদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
রিটার্নিং অফিসার মো. মেছবাহ উদ্দিন বলেন, নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই