৪ নভেম্বর, ২০২১ ১৫:৪৩

ঘোড়ায় চড়ে উপজেলা পরিষদে গেলেন চেয়ারম্যান প্রার্থী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ঘোড়ায় চড়ে উপজেলা পরিষদে গেলেন চেয়ারম্যান প্রার্থী

ঘোড়ায় চড়ে উপজেলা পরিষদে আসলেন চেয়ারম্যান প্রার্থী।

বেলা ১১টা ৩০ মিনিট। দূর হতে দেখা যাচ্ছে উপজেলা পরিষদ সড়কের উপর দিয়ে কেউ একজন ঘোড়ায় চড়ে আসছেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশে হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন। কাছে আসতেই দেখা গেল তিনি ফরিদপুর চরভদ্রাসন উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। নাম শেখ আলম (৩৪)।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলম চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। পেশায় ঘোড়ার গাড়ি চালক। সংসারে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে তার।

আলম জানান, এলাকায় মানুষ তাকে ‘আলম চেয়ারম্যান’ হিসেবে চিনেন। গত নির্বাচনে তিনি মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। ঘোড়ার মাধ্যমে তার জীবিকা চলে। তাই এবারের নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক চেয়েছেন। যাচাই-বাছাই পর্বে অংশ গ্রহণের জন্য উপজেলা পরিষদে তিনি নিজের ঘোড়াটাই নিয়ে এসেছেন।

তিনি দাবি করেন, জনগণ তার সাথে রয়েছেন। কেননা তিনি বিনা টাকায় অনেক মানুষকে সেবা প্রদান করেছেন। তার বিশ্বাস ২৮ তারিখের নির্বাচনে তাকে চর হরিরামপুর ইউনিয়নের জনগণ ভোট দিয়ে জয়ী করবেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর