৮ নভেম্বর, ২০২১ ১১:১৮

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা, পৃথক দুই মামলা

সাভার প্রতিনিধি

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা, পৃথক দুই মামলা

সাভারের আশুলিয়ার স্ত্রী ও নয় বছরের কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তিকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন নিহত রোজনি বেগমের ভাই। আর অপমৃত্যুর অপর মামলাটি করেছেন আত্মহত্যাকারী ছবুর আলীর ভাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির মামলা দুটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, শনিবার রাতে একটি কক্ষ থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করি। পরে সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ছবুর মিয়া নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে আমরা জেনেছি। 

তিনি আরও বলেন, নিহত রোজিনা বেগমের ভাই ওহাব আলী তার বোনকে হত্যার জন্য স্বামী ছবুর মিয়াকে দায়ী করে একটি মামলা দায়ের করেছেন। একই সাথে আত্মহত্যাকারী ছবুর মিয়ার ভাই শহীদ আলী ভাইয়ের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে দুই মামলায় কাউকে আটক করা হয়নি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর