৮ নভেম্বর, ২০২১ ১৪:০২

শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ৩৫০ পাখি অবমুক্ত

নাটোর প্রতিনিধি

শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ৩৫০ পাখি অবমুক্ত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৫০টি বক পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে। 

আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাকলের বিল, তেলটুপি বিল, ভত্তাগাড়ী বিল, নওপাড়া বিল ও বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর বিল, জালসুকা বিল, রয়না ভরাটসহ প্রায় ১২টি মাঠে পরিবেশকর্মী নাজমুল হাসানের নেতৃত্বে মেহেদী হাসান তানিম, সাদেক হোসেন, মনির হোসেন ও আশিকুর রহমান ওই অভিযান পরিচালনা করেন। 

এসময় ৩২টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয় এবং ৩২টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তাছাড়াও খাঁচাবন্দী প্রায় ৩৪০টি বুনো বক পাখি স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাঠেই অবমুক্ত করা হয়। অভিযানে ৪ জন শিকারী কিশোর হওয়ায় তারা পাখি শিকার আর করবে না মর্মে স্বীকারোক্তি দেয় এবং বাকি শিকারীদের ধরা সম্ভব হয়নি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর