১০ নভেম্বর, ২০২১ ২০:৪৮

রায়েন্দা-মাছুয়া ফেরি সার্ভিসের উদ্বোধন

দুই সমুদ্র বন্দরের দূরত্ব কমেছে ৭০ কিলোমিটার

বাগেরহাট প্রতিনিধি

রায়েন্দা-মাছুয়া ফেরি সার্ভিসের উদ্বোধন

রায়েন্দা-মাছুয়া ফেরি সার্ভিসের উদ্বোধন।

রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের ৫০ বছরের স্বপ্ন পূরণ হলো। বুধবার দুপুরে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজী।

এসময় রুস্তুম আলী ফরাজী মাছুয়া ঘাট থেকে ফেরি নিয়ে রায়েন্দা ঘাটে আসেন এবং দুই এমপি ফলক উন্মোচনের মাধ্যমে বলেশ্বর নদীতে মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ও শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলে দুই আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলা ও পায়রা’র সাথে সড়ক পথে দূরত্ব কমেছে ৭০ কিলোমিটার।

রায়েন্দা-মাছুয়া ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এই দুজন এমপি ছাড়াও বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অন্যান্যরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর