শিরোনাম
১২ নভেম্বর, ২০২১ ০৭:২৪

ভোলার দৌলতখানের ৭ ইউপিতে আওয়ামী লীগ ৫, স্বতন্ত্র ২ বিজয়ী

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানের ৭ ইউপিতে আওয়ামী লীগ ৫, স্বতন্ত্র ২ বিজয়ী

ভোলার দৌলতখানের সাত ইউনিয়নের ফলাফল জানা গেছে। এতে ৫টিতে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মবর্তা মোঃ মিজানুর রহমান ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম বেসরকারিভাবে এ ঘোষণা দেন।

মদনপুর ইউনিয়নে নৌকা (প্রতীক) নাসির উদ্দীন নান্নু পেয়েছেনঃ ১৬৯৪, স্বতন্ত্র প্রার্থী মোঃ জামাল হোসেন পেয়েছেনঃ ১৩৬৫, মেদুয়া: মোঃ মঞ্জুর আলম (নৌকা প্রতীক) পেয়েছেনঃ ২৯০৩, হাতপাখা প্রার্থী পেয়েছেনঃ ৩৩১, চরপাতা: মোঃ কাজল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেনঃ ১১১৪৯, হাতপাখা প্রার্থী মোঃ আবু সাঈদ পেয়েছেনঃ ৯১৩, চরখলিফা: শামীম হোসেন (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিততায় বিজয়ী। উত্তর জয়নগর: মোঃ বশির আহমেদ সর্দার (নৌকা প্রতীক) পেয়েছেনঃ ৯০২৬, হাতপাখাঃ ১৩৩৩, দক্ষিণ জয়নগর: মোঃ আলমগীর হাওলাদার (নৌকা প্রতীক) পেয়েছেনঃ ৪৩১৪, স্বতন্ত্র প্রার্থীঃ মোঃ নাজমুল হাসান বাচ্চু পেয়েছেনঃ ৪৯৪৭, ভবানীপুর: মোঃ গোলাম নবী নবু (নৌকা প্রতীক) পেয়েছেনঃ ৮৫৮, স্বতন্ত্র প্রার্থী মোঃ আওলাদ হোসেন (চশমা প্রতীক) পেয়েছেনঃ ৩২৭৫, অপদর স্বতন্ত্র প্রার্থীঃ মোঃ আব্দুল মান্নান ৭৭১ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর