১২ নভেম্বর, ২০২১ ২১:০৯

শাজাহানপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক চেয়ারম্যান, ৩ মেম্বার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শাজাহানপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক চেয়ারম্যান, ৩ মেম্বার নির্বাচিত

সাজেদুর রহমান শাহিন ও আলমগীর হোসেন আলম।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে খরণা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাজেদুর রহমান শাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া মেম্বার পদে তিনজন প্রার্থীও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

নির্বাচিত মেম্বার প্রার্থীরা হলেন-উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর হোসেন আলম, খরণা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু তালেব এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খরণা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাজেদুর রহমান শাহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা আতিকুর রহমান ও ইব্রাহীম খলিল মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও খলিল ইব্রাহীম মনোনয়ন প্রত্যাহার করেন।

অপরদিকে, মাঝিড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে সাবেক মেম্বার আলমগীর হোসেন আলম, বর্তমান মেম্বার শফিকুল ইসলাম ও রুবেল মন্ডল মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে শফিকুল ইসলাম ও রুবেল মন্ডল তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এছাড়া খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনোনয়ন দাখিল করেন আবু তালেব, বাবলু মিয়া, মতিউর রহমান, নুরুন্নবী ও তোতা মিয়া। এর মধ্যে আবু তালেব ছাড়া অপর ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৪ জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে খরণা ইউনিয়নের আতিকুর রহমান ও ইব্রাহীম খলিল ছাড়া অপর দুই প্রার্থী হলেন আড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোহসিন আলী এবং গোহাইল ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমান ওরফে মতিন কাজী।

এছাড়া সদস্য পদে মোট ৪৩৩ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে খরনা ইউনিয়নে ছয়জন, আশেপুর ইউনিয়নে দুজন, আড়িয়া ইউনিয়নে তিনজন, গোহাইল ইউনিয়নে দুজন, মাঝিড়া ইউনিয়নে তিনজন, চোপীনগর ইউনিয়নে দুজন, আমরুল ইউনিয়নে ছয়জন, মাদলা ইউনিয়নে দুজন এবং খোট্টাপাড়া ইউনিয়নে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করায় একজন চেয়ারম্যান ও তিনজন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার উপজেলার সকল প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর