১৫ নভেম্বর, ২০২১ ১৬:০১

দিনাজপুরে দাম কমেছে পেঁয়াজ-কাঁচামরিচের

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দাম কমেছে পেঁয়াজ-কাঁচামরিচের

দিনাজপুরের হাকিমপুরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম পাইকারি বাজারে কমেছে। পেঁয়াজ প্রতি কেজি প্রতি ৫-৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০ টাকা কমে বিক্রি ৬০ টাকায়। 

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেশি হওয়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। তবে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের। 

বাজারে কিনতে আসা মাহবুব, তাজুলসহ কয়েকজন জানান, ২/৩দিন আগেও পেঁয়াজ ও কাঁচামরিচের দাম বেশি ছিল। তবে কাঁচামরিচ এবং পেঁয়াজ আরেকটু কমলে ভালো হতো।

পিঁয়াজ বিক্রেতা সাহাবুল হোসেন জানায়, গত সপ্তাহে পিঁয়াজের আমদানি কম হওয়াতে দাম বেশি ছিল। চলতি সপ্তাহে আমদানি বৃদ্ধি পাওয়ায় কমছে দাম। আজ সোমবার হিলি পাইকারি বাজারে ভারতীয় পিঁয়াজ প্রতি কেজি ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বেশি হলে আরও দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

এদিকে, কাঁচামরিচের কয়েকজন বিক্রেতা জানান, দেশীয় বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি এবং ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে দাম। 

উল্লেখ্য, দিনাজপুরের হিলি কাস্টমসের মতে, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের দুই কর্মদিবসে ভারতীয় ৩১ ট্রাকে ৮৩২ টন পেঁয়াজ এবং ৪ ট্রাকে ৪২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর