শিরোনাম
২৬ নভেম্বর, ২০২১ ১২:৩০

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ বন্দরের বিপরীতে পাহাড়ি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। নিহত দুই ডাকাত হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক। নিহতরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

আজ শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের দাবি-নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক চিহ্নিত ডাকাত ও মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল্য এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। 

তিনি আরও জানান, গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে টেকনাফ থানার পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর