১৩ ডিসেম্বর, ২০২১ ১৯:২৭

হারানো মোবাইল ফিরে পেলেন তারা

বাগেরহাট প্রতিনিধি

হারানো মোবাইল ফিরে পেলেন তারা

হারানো মোবাইল ফিরে পেলেন তারা।

বাগেরহাটে বিভিন্ন সময়ে চুরিসহ হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। মোবাইল ফোনের আইএমই নম্বর ট্রাকিংয়ের পর অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট পুলিশ তা উদ্ধার করে।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিব ইকবাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও পুলিশ মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরামুল আলম।

মোবাইল ফেরত পাওয়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাহিদ শেখ বলেন, মেয়ের অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোনটি কিনে দিয়েছিলাম। গত ইউপি নির্বাচনের সময় ফোনটি হারিয়ে যায়। ফোনটি ফিরে পেয়ে আমি খুশি। এ জন্য আমি বাগেরহাট পুলিশকে ধন্যবাদ জানাই।

বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে আমরা ২২টি মোবাইল উদ্ধার করেছি। এসব মোবাইল আজ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর