১৪ ডিসেম্বর, ২০২১ ১৩:১৪

শার্শায় নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

শার্শায় নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নির্বাচন পরবর্তী সহিংসতা এখনো বন্ধ হয়নি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বাগআঁচড়া এবং গোগা ইউপিতে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে জয়ের পর নৌকার কর্মীদেরকে প্রতিনিয়ত মারধর এবং বাড়িঘর ভাংচুর করছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করে বলেন, বাগআঁচড়া ও গোগা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। 

উপজেলা চেয়ারম্যানের এ বক্তব্য অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান আব্দুল খালেক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হামলা, ভাঙচুর ও লুটপাটের নির্দেশনা দেইনি। এলাকায় শান্তি শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেজন্য সকলকে অনুরোধ করেছি।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন পরবর্তী আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর