১৪ ডিসেম্বর, ২০২১ ১৯:২৭

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত।

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আমজাদ হোসেনের নিজ জেলা জামালপুরে নানা আয়োজনে পালিত হয় তার মৃত্যুবার্ষিকী।

মঙ্গলবার দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

মৌন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, কবি আলী জহির, সাযযাদ আনসারী প্রমুখ। পরে আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরে জামালপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর