২০ ডিসেম্বর, ২০২১ ১২:০৯

উগ্রবাদ প্রতিরোধে ফেনীতে দিনব্যাপী কর্মশালা

ফেনী প্রতিনিধি

উগ্রবাদ প্রতিরোধে ফেনীতে দিনব্যাপী কর্মশালা

উগ্রবাদ প্রতিরোধে ফেনীতে দিনব্যাপী কর্মশালা।

উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী, সুশীল ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লার সভাপতিত্বে কর্মশালা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম।

উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, কেউ যাতে উগ্রবাদের জড়িয়ে না পড়ে, সেজন্য সচেতনতা প্রক্রিয়া জোরদারসহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মানুষকে সচেতন করা প্রয়োজন। যেহেতু পুলিশ অফিসাররা তাদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি করতে সক্ষম এবং এ সংক্রান্তে মামলার তদন্তকারী কর্মকর্তাও বটে, সেহেতু এ সকল কর্মকর্তাকে উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা প্রদানসহ সচেতনতামূলক কর্মকাণ্ডের আওতায় আনা এই কর্মশালার মূল উদ্দেশ্য। 

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর