২৩ ডিসেম্বর, ২০২১ ১৩:৩৪

কুয়াশায় ফে‌রি ব‌ন্ধে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে দু‌র্ভোগ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

কুয়াশায় ফে‌রি ব‌ন্ধে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে দু‌র্ভোগ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঘন কুয়াশার কার‌ণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) মধ‌্যরাত থেকে ফে‌রি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। দীর্ঘ সময় ফে‌রি চলচাল বন্ধ থাকার কার‌ণে দৌলত‌দিয়া প্রা‌ন্তে ফে‌রিপা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে সহস্রা‌ধিক যানবাহন। দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকায় চরম দু‌র্ভোগ পোহা‌তে হ‌চ্ছে যাত্রী ও চালক‌দের। 

আজ বৃহস্প‌তিবার সকা‌লে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় দেখা যায়, দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের জি‌রো প‌য়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়‌কে ৮‌কি‌লো‌মিটার এলাকাজু‌রে যাত্রীবাহী বাস, পণ‌্যবাহী ট্রাক, অ‌্যাম্বু‌লেন্স ফের‌পারের অপেক্ষায় র‌য়ে‌ছে। অন‌্যদি‌কে, এই মহাসড়‌কে যানজট প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে রাজবাড়ী কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪‌ কি‌লো‌মিটার এলাকা জু‌ড়ে ট্রাক ও কাভার্ডভ্যান ফে‌রিপা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে। 

বাংলা‌দেশ অভ‌্যন্তরীণ নৌ প‌রিবহন ক‌র্পো‌রেশন (‌বিআইড‌ব্লিউ‌টি‌স) কর্তৃপক্ষ জানায়, বুধবার মধ‌্যরাত থে‌কে ফে‌রি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। কুয়াশা কে‌টে গে‌লে ১৬‌টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌বে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর