২৪ ডিসেম্বর, ২০২১ ১৭:২৯

সোনাতলায় ইউপি নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় ইউপি নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

সোনাতলায় ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা।

বগুড়ার সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে তরুণদেরই বেশি দেখা যাচ্ছে। দিনে রাতে চলছে নির্বাচনের গুঞ্জন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে কে বেশি যোগ্য, আর কার যোগ্যতা কেমন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কে হচ্ছে দলীয় প্রার্থী আর কে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী। সাত ইউনিয়নের ভোটাররাও এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলাচ্ছেন কথার কারুকাজ।

বগুড়ার সোনাতলা উপজেলায় রয়েছে ৭টি ইউনিয়ন। ৭টি ইউনিয়নের মানুষের বড় অংশই কৃষি কাজ করে সংসার পরিচালনা করেন। বগুড়ার সোনাতলা উপজেলায় প্রায় ১ লাখ ৫৩ হাজার ভোটার এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে। ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতটি ইউনিয়নে চলছে ভোটের আমেজ। নানা ঘটনা-রটনায় এলাকাগুলো এখন উৎসব মুখর।

ইতিমধ্যেই ওই উপজেলার ৭ ইউনিয়নের তফসিল ঘোষণা করায় দলীয় মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এখন জোড় গ্রুপিং-লবিং চালিয়ে যাচ্ছে। তবে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঠান্ডা মাথায় প্রার্থী তালিকা প্রস্তুত করছে দলটির তৃণমূল নেতৃবৃন্দ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা দিলেও তাদের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে।

ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ, সভা সমাবেশ, দান-অনুদান দিয়ে চলেছেন। বর্তমানে ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণায় থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের কাজ অব্যাহত রেখেছেন।

সোনাতলা সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল।

জোড়গাছা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন-সাবেক ইউনিয়ন কমিটির সভাপতি আনারুল ইসলাম টিপু, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিন, বর্তমান চেয়ারম্যানর রোস্তম আলী মণ্ডল, ড. এনামুল হক কলেজের উপাধ্যক্ষ তরিকুল আলম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত জামান রুবেল ও সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী।

দিগদাইড় ইউনিয়নে ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মেজবাউল হক জুলু, হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলম সোহেল ও আলী তৈয়ব শামীম।

পাকুল্লা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, একেএম লতিফুল বারী টিম, লাবনী সরকার, আতাউর রহমান গেদা, সাদাকাতুল বারী পুটু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো।

তেকানীচুকাইনগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার, বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মণ্ডল, জাহিদুল ইসলাম, আবু তাহের, প্রভাষক নূরে আলম লিখন, অলিউল্লাহ ও আব্দুর রাজ্জাক মাস্টার।

মধুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, সাইফুল ইসলাম, দবির হোসেন মণ্ডল, জাহিদুর রহমান জাহিদ, আলাউল হক ও আব্দুল আলিম। বালুয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মণ্ডল, শফিকুল ইসলাম শাফি ও প্রভাষক নাসির উদ্দিন আনজু।

নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলার ৭টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ঘরে বসে নেই। তারা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া প্রার্থনা করছেন। এমনকি এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন। গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন। এছাড়াও দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিবাহতে দান-অনুদান দিয়ে আসছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর