২৬ ডিসেম্বর, ২০২১ ১৬:১০

কালিয়াকৈরে মৌমাছির কামড়ে দুই নারী আহত

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে মৌমাছির কামড়ে দুই নারী আহত

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাত্রা এলাকায় রবিবার সকালে মৌমাছির কামড়ে দুই নারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি হয়। 

আহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার গোসাত্রা গ্রামের মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম (৪৮) ও একই গ্রামের আমছের আলীর স্ত্রী কমলা বেগম (৬০)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোসাত্রা এলাকার মঞ্জু বেগম ও কমলা বেগম রবিবার সকালে তাদের বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে মৌমাছির দল তাদের শরীরের কামড় দিতে থাকে। মৌমাছির কামড়ে ওই নারীরা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদের দু’জনকে উদ্ধার করে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. শাহিন সুলতানা জানান, মৌমাছির বিষাক্ত কামড়ের কারণে শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার বাড়তে ও কমতে পারে। রোগীর বড় ধরণের সমস্যা হতে পারে। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর