২৭ ডিসেম্বর, ২০২১ ১৫:০২

এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে শুদ্ধাচার নিয়ে ভার্চুয়াল সভা

মাগুরা প্রতিনিধি

এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে শুদ্ধাচার নিয়ে ভার্চুয়াল সভা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কর্মকাণ্ডে শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিক, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে এলজিইডি'র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানের উপস্থিতিতে সারাদেশের বিভিন্ন কার্যালয় থেকে সংশ্লিষ্ঠরা এ সভায় সংযুক্ত হন। মাগুরা এলজিইডি কার্যালয় থেকে সভায় সংযুক্ত হন নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তারসহ ৪টি উপজেলার উপজেলা প্রকৌশলী, স্থানীয় সাংবাদিক, ঠিকাদারসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 

সভায় জানানো হয়, সারাদেশে এলজিইডি তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে থাকে। এসকল উন্নয়ন মহাযজ্ঞে সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এলজিইডি কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের শতভাগ সুফল পেতে সংশ্লিষ্ঠদের দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ কর্মকান্ড ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করেন কর্মকর্তাবৃন্দ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর