শিরোনাম
৩ জানুয়ারি, ২০২২ ১৭:৫০

পার্বতীপুরে একই স্থানে দুই প্রার্থীর সভা, ১৪৪ ধারা জারি

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে একই স্থানে দুই প্রার্থীর সভা, ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইউপি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে একই স্থানে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সভা ডাকায় ওই স্থনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া সবজি বাজারে একই স্থানে সোমবার বিকেলে দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টা পাল্টি সভা ডাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই স্থানে সভা ডাকে চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং সরকার দলীয় প্রার্থী মোজাহিদুল ইসলাম সোহাগ।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ জানান, সোমবার বিকালে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারির মাধ্যমে সবজি বাজারের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন পার্বতীপুরে অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর