২০ জানুয়ারি, ২০২২ ২০:২৪

চেক জালিয়াতির মামলায় সাভার মহিলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার

সাভার প্রতিনিধি

চেক জালিয়াতির মামলায় সাভার মহিলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার

চেক জালিয়াতির মামলায় সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহিনা খাতুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার ছোট বলিমেহের এলাকার সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা বাশারের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকালে রাহিমা খাতুনকে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানার হাজত খানায় রয়েছেন। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এএসআই সাইফুজ্জামান।

এর আগে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থদের মাঝে আশ্রয়ণের ঘর দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাহিমার স্বামী আল আমিনকে গ্রেফতার করেছিল সাভার মডেল থানা পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, রাহিমা ও তার স্বামী আল আমিন দু’জনে মিলেই সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত। ভুক্তভোগীরা তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর