২৭ জানুয়ারি, ২০২২ ১৩:৫৫

সুনামগঞ্জে উপ-নির্বাচনে ৫ ঘণ্টায় পড়লো একটি ভোট

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে উপ-নির্বাচনে ৫ ঘণ্টায় পড়লো একটি ভোট

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের একটি মহিলা বুথে ৫ ঘণ্টায় পড়ছে মাত্র একটি ভোট। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের কিত্তে রাজনপুর মহিলা বুথে এমন দৃশ্য দেখা গেছে।

প্রিসাইডিং অফিসার জাহেদ আহমদ বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর দুপুর ১টা পর্যন্ত কিত্তে রাজনপুর মহিলা বুথে মাত্র একটি ভোট কাস্ট হয়েছে। ওই বুথে মোট ভোটার সংখ্য ৪৫০। গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪৮৫৩ টি ভোটের মধ্যে বেলা ১টা পর্যন্ত শতকরা ১৫ ভাগ ভোট কাস্ট হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কারোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। যে কারণে আজ শূন্য পদে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর