১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:১৪

‘প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু’

ভোলা প্রতিনিধি

‘প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু’

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ ২০২১-২০২২। আজ বৃহস্পতিবার বিকালে  ভোলার গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময় সচিব জানান, দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই কাজ শেষ করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। এজন্য সরকার খেলাধুলায় অনেক বেশি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলায় বিশেষ করে ক্রিকেট খেলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের প্রতি অত্যন্ত আন্তরিক। খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। 

প্রধান অতিথি আরও বলেন, ক্রিকেট খেলার উন্নয়নে দেশে বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরির কাজ চলছে। এছাড়াও প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। এর জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। ৪০টির জন্য টেন্ডার হয়ে গেছে। বর্তমান সরকারের আমলেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগির খান আলো, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর