শিরোনাম
১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৪৮

ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ‘ছায়াপথ’

নওগাঁ প্রতিনিধি

ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ‘ছায়াপথ’

ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ‘ছায়াপথ’।

আজ ফাল্গুনের প্রথম দিন, বিশ্ব ভালোবাসা দিবস। এবারে বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে আসার কারণে উৎসবে এসেছে ভিন্ন মাত্রা। দিনটিতে নওগাঁর আত্রাইয়ের ছায়াপথ সংগঠনটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তারা ছিন্নমূল শতাধিক শিশুর জন্য আয়োজন করেছে একবেলা আহারের।

সোমবার দুপুরে উপজেলার গান্ধি আশ্রম মোড়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার অধিকার বঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছায়াপথ সংগঠনের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন ছায়াপথ সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিঠু, আতাউল হক, উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু, রাকিব শুভ, তারেক শেখ ও রিমন মুরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে ছিন্নমূল শিশুরা নাচ, গান এবং কবিতা আবৃতিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছিন্নমূল শিশুদের অভিব্যক্তিও ছিল অন্যরকম।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর