১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:২০

হিমাগারে আলু রাখার ভাড়া কমানোর দাবি

দিনাজপুর প্রতিনিধি

হিমাগারে আলু রাখার ভাড়া কমানোর দাবি

কৃষক সমাবেশ ও আলোচনা সভা।

হিমাগারে আলু রাখার ভাড়া কমানোর দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার হাবলুহাট শাহী হিমাগার লিমিটেড সংলগ্ন এলাকায় কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি এবং বৈরি আবহাওয়ার কারণে বর্তমানে আলু চাষি এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। তাই হিমাগার মালিকদের ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া হবে না। ৫০ কেজি আলু হিমাগারে রাখতে সর্বোচ্চ ভাড়া ১৮০ টাকা করতে হবে।

এসময় নিজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গোবিন্দ মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, আলু ব্যবসায়ী মো. অরিফুজ্জামান ও বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর